Author

তানভীর শাহরিয়ার রিমন

তানভীর শাহরিয়ার রিমন

তানভীর শাহরিয়ার রিমনদেশের অন্যতম সফল কর্পোরেট আইকন। দুই দশকের কর্পোরেট ক্যারিয়ার তার। মাত্র ২২ বছরে কর্পোরেট ক্যারিয়ার শুরু করে ২৬ বছর বয়সে দেশের বৃহৎ একটি গ্রুপে সি-স্যুইটে যোগদান করে একজন ব্যতিক্রমী কর্পোরেট লিডার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ র‍্যানকন এর সিইও হিসাবে র‍্যাংকস এফসি প্রোপার্টিস লি., র‍্যানকন ওশিয়ানা লি., র‍্যানকন সি ফিশিং লি. এবং র‍্যানকন ম্যারিন ফিশ প্রিসার্ভার কোম্পানির নেতৃত্ব দিচ্ছেন। পেশাগত কাজের পাশাপাশি তিনি নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং একজন সোশ্যাল লিডার হিসেবেও সমধিক পরিচিত। তিনি কানেক্ট দ্য ডটস ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থার প্রতিষ্ঠাতা । তানভীর শাহরিয়ার রিমন একজন জনপ্রিয় পাবলিক স্পিকারও বটে। তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নলেজ ইনিশিয়েটিভ গুলোতে কি-নোট স্পিকার হিসেবে নিয়মিত কথা বলছেন। এত কিছুর পাশাপাশি তিনি একাধারে একজন লেখক এবং ব্লগার । ফেসবুক এবং তার ব্লগ সাইটের পাশাপাশি দেশের জাতীয় দৈনিক এবং অনলাইন সাইটগুলোতে নিয়মিত তার লিখা প্রকাশিত হচ্ছে। www.tanvirshahriarrimon.com তার বেস্ট সেলার বইয়ের তালিকায় আছে স্ট্রেস ম্যানেজমেন্ট (আত্নউন্নয়ন মূলক, ২০২২) লিডারশীপ ইন্টেলিজেন্স (আত্নউন্নয়ন মূলক, ২০২১) এবং আমি একজন সেলসম্যান, (মোটিভেশনাল, ২০২০)