Author

আফসানা আফরিন

আফসানা আফরিন

আফসানা আফরিনআমার নাম আফসানা আফরিন।জন্ম দিনাজপুরের বিরামপুরে।ছোটবেলা থেকেই যৌথ পরিবারে বেড়ে ওঠা।বর্তমানে ঢাকায় থাকেন।দেশের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভারসিটি,বাংলাদেশ (আই.ইউ.বি) থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক।দেশের বাইরে স্নাতকোত্তরের জন্য প্রস্তুতি নিচ্ছি।ছোটবেলা থেকেই রান্নার প্রতি ঝোঁক ছিলো।সেই সাথে ওজন নিয়ন্ত্রনে সাহায্য করে এমন বিভিন্ন রেসিপি রান্নার উপর অন্বেষন করতাম।রান্নার পাশাপাশি আঁকা-আঁকি করতে,ঘুরতে এবং গার্ডেনিং করতে ভালোবাসি।