Author

প্রভাষ আমিন

প্রভাষ আমিন

প্রভাষ আমিনপ্রভাষ আমিনের জন্ম ১৯৬৯ সালের ২৮ আগস্ট কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার রঘুনাথপুরের নানাবাড়িতে। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন স্থানে কেটেছে ছেলেবেলা, পড়েছেন বিভিন্ন স্কুলে। বিশেষ করে ১৯৭৪ সালে সাতকানিয়ার বায়তুল ইজ্জতে প্রকৃতির কোলে মাস ছয়েক থাকার অসাধারণ স্মৃতি এখনো লালন করেন পরম মমতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে পড়াশোনা করলেও পেশা হিসেবে বেছে নিয়েছেন প্রিয় সাংবাদিকতাকেই। ভালো লাগার কাজ করে মাস শেষে বেতনও পাচ্ছেন, এটা তার জন্য বিশাল আনন্দের। যাপিত জীবন নিয়ে খুবই সুখী প্রভাষ আমিনের একটাই আফসোস; জীবনে অনেক বই না পড়ে, অনেক গান না শুনে, অনেক সিনেমা না দেখে, অনেক সৌন্দর্য না দেখেই মরে যেতে হবে। তার ভালো লাগে বৃষ্টি, ভালো লাগে সমুদ্র, ভালো লাগে পাহাড়, ভালো লাগে প্রকৃতির সান্নিধ্য; ভালোবাসেন বন্ধুবান্ধব আর পরিবার নিয়ে ঘুরে বেড়াতে। ভালোবেসে বিয়ে করেছেন মুক্তি শিকদারকে। একমাত্র সন্তান প্রসূন আমিনকে নিয়ে এই দম্পতি মর্ত্যেই রচেছেন স্বর্গ।