Author

অপূর্ব পাল

অপূর্ব পাল

অপূর্ব পালঅপূর্ব পালের জন্ম রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৈশালা গ্রামে। তিনি পাংশা জর্জ (পাইলট) উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং পাংশা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত রয়েছেন। তার বিভাগের সকল শিক্ষার্থীকে অ্যাকাডেমিক পড়ালেখা, গবেষণা ও বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারে সহযোগিতার উদ্দেশ্যে, ২০১৯ সালে তিনি materialsscience.net ওয়েবসাইটটি তৈরি করেন। অপূর্ব পাল স্বপ্ন দেখেন নিজেকে একজন গবেষক হিসেবে তৈরি করার। তিনি ভালোবাসেন বাঁশি বাজাতে, ক্রিকেট খেলতে ও বই পড়তে।