Author

আহমেদ জাওয়াদ চৌধুরী

আহমেদ জাওয়াদ চৌধুরী

আহমেদ জাওয়াদ চৌধুরীআন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে প্রথম স্বর্ণপদক পাওয়ার কৃতিত্ব আহমেদ জাওয়াদ চৌধুরীর। ১৮ বছর বয়সে যিনি আইএমও এর মঞ্চে বিশ্ববাসীর সামনে আলোকিত করেছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। রোমানিয়ায় ক্লুজ-নাপোকা শহরে ৫৯ তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এ (আইএমও) দেশের জন্য প্রথম সোনার পদকটি জিতে এনেছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের এই শিক্ষার্থী। ৪২ নম্বরের মধ্যে তাঁর অর্জন ছিল ৩২। আহমেদ জাওয়াদ চৌধুরীর জন্ম ২০০০ সালের ১৩ ফেব্রুয়ারি। মা সৈয়দা ফারজানা খানম ও বাবা আহমাদ আবু জোনায়েদ চৌধুরী। ছোটবেলা থেকেই সব ধরনের বই ও সব বিষয়ে জানার প্রতি আগ্রহী ছিলেন ক্ষুদে এই গণিতবিদ। ২০১১ সাল, অর্থাৎ স্বর্ণজয়ের সাত বছর আগে মাত্র ১১ বছর বয়সে গণিত অলিম্পিয়াডে প্রথম অংশগ্রহণ করেন জাওয়াদ। সেখানে প্রাথমিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁর আগ্রহ বেড়ে যায় গণিতের দিকে। তিনি দেখতে পেলেন, পাঠ্যবইয়ের বাইরেও আছে এক আশ্চর্য জগৎ- গণিতের জগৎ। তারপর ২০১৬-১৮ সালের মধ্যে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে যথাক্রমে অর্জন করেছেন ব্রোঞ্জ, রৌপ্য ও স্বর্ণপদক। শুধু গণিতচর্চা ও পুরস্কার লাভের মাঝেই থেমে নেই এই ক্ষুদে গণিতবিদ। গণিতপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছে আহমেদ জাওয়াদ চৌধুরীর বই। এই অল্প বয়সের মাঝে গণিতকে ঘিরে লিখেও ফেলেছেন একাধিক বই। 'কম্বিনেটরিকসে হাতেখড়ি', 'গণিতের স্বপ্নযাত্রা', 'গণিতের স্বপ্নযাত্রা: আর্ট অব প্রবলেম সলভিং' ইত্যাদি আহমেদ জাওয়াদ চৌধুরী এর বই সমূহ।