Author

এহসান হায়দার

এহসান হায়দার

এহসান হায়দারএহসান হায়দার(Ahasan Hydar), জন্ম ৩০ মার্চ। পৈতৃকভিটা সুন্দরবনের কোলঘেঁষা খুলনা জেলার দাকোপ উপজেলার গড়খালী গ্রাম। তিনি মূলত কবিতা লেখেন। কাজ করতে ভালোবাসেন শিশুদের জন্য। এই কারণে নিজের ভালো লাগার সবটা জুড়ে থাকে শিশু-কিশোরদের দল। ‘রূপকথা’ নামে শিশু-কিশোরদের একটি পত্রিকা সম্পাদনা করেন। পুরকৌশল বিদ্যায় প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছেন। এখন কাজ করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে।
14% OFF