Author

আতাউর রহমান আলহাদী

আতাউর রহমান আলহাদী

আতাউর রহমান আলহাদীআতাউর রহমান আলহাদী একজন বাংলাদেশি কবি ও লেখক। ১৯৮৮ সালে মাদারীপুর জেলা সদরের চরগোবিন্দপুর গ্রামের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে বেড়ে ওঠেন। ২০১১ সালে কওমি মাদরাসা থেকে সর্বোচ্চ ডিগ্রী তাকমিল জামাত (দাওরায়ে হাদিস) সম্পন্ন করেন। অতঃপর তিনি আলিয়া মাদরাসা থেকে কামিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পেশাগত জীবনে তিনি শিক্ষকতা, অনুবাদ-সম্পাদনা ও লেখালেখির কাজ করেন। এ পর্যন্ত তার বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে। তার মধ্যে— মরুর ফুল, মক্কার দুলাল, মদিনার চিঠি, শিশুদের আদব সিরিজ, শিশুদের সিরাত সিরিজ— অন্যতম।