Author

মো. ইয়াছিন

মো. ইয়াছিন

মো. ইয়াছিনমো. ইয়াছিন ২রা জানুয়ারি সিলেট শহরে জন্মগ্রহণ করেন। মাত্র তিন বছর বয়সে ইংরেজি-বাংলা রিডিং পড়ার দক্ষতা দেখে বাবা খুশি হয়ে একগাদা গল্পের বই এনে দিয়েছিলেন। সেই থেকে গল্প এবং গল্পের বইয়ের প্রতি আগ্রহ। ২০১৬ সালে পড়াশোনার পাশাপাশি চাকরিজীবনে পা রাখেন তিনি। তথনও গল্পের বই পিছু ছাড়েনি তার। অফিস আওয়ারে লুকিয়ে লুকিয়ে বই পড়া ছিল তার নিত্যদিনের কাজ। ২০১৮ সালে “কালো বেড়াল” নামক থ্রিলার গল্পের মাধ্যমেই লেখালিখির শুরু। তারপর বিভিন্ন মাধ্যমে কয়েক শত গল্প লিখে ফেলেন তিনি। ২০২১ সালের বইমেলায় সায়েন্স ফিকশন জনরার “মাইন্ড ট্রাভেল” বই প্রকাশের মাধ্যমে লেখালিখির জগতে আরো একধাপ এগিয়ে যান তিনি। পেশাদার জীবনে গ্রাফিক্স ডিজাইনার হলেও লেখালিখিকেই একমাত্র বেছে নেওয়ার তীব্র আকাঙ্খা রয়েছে তার।
14% OFF
14% OFF

মোহিনী আর নেই

৳300 ৳258
Buy Now