Author

সরদার আবদুর রহমান

সরদার আবদুর রহমান

সরদার আবদুর রহমানসরদার আবদুর রহমান একজন সাংবাদিক, কলামিস্ট ও গ্রন্থাকার। সাহিত্য, সাংবাদিকতা ও গবেষণায় অবদান রাখার জন্য জাতীয় পর্য়ায়ে লাভ করেন: ১. পরিবেশ বিষয়ে এফইজেবি জাতীয় পুরষ্কার ( ১৯৯৯) ২. লন্ডনভিত্তিক‘ প্যানোস’ অ্যাওয়ার্ড ( ২০০৭) ৩. ঢাকার ‘শব্দশীলন একাডেমি পুরষ্কার’ ( ২০১০) ৪. রবীন্দ্রনাথ- সি এনসি জাতীয় পুরস্কার ( ২০১৯) পরিবেশ গবেষণাগ্রন্থ: ১. উত্তর -পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ , ২০০৬ খ্রি., পরিলেখা, রাজশাহী ২. হিমালয়ের ভাটিতে ভারতের নদী- নিয়ন্ত্রণ প্রকল্প ও বাংলাদেশের অবস্থান, ২০১৭ খ্রি., মাওলা ব্রাদার্স, ঢাকা। স্থানীয় ইতিহাস: ৩. বরেন্দ্র চরিতকোষ ( প্রথম খন্ড), ২০১৮ খ্রি., হেরিটেজ রাজশাহী ৪. রাজশাহীতে সাংবাদিকতা সাহিত্য- সংস্কৃতি ও ইতিহাস চর্চা, ২০২০ খ্রি., হেরিটেজ রাজশাহী। ইতিহাস গবেষণাগ্রন্থ: ৫. ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বখতিয়ার খলজি ( বাংলায় প্রথম পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ), ২০১৯ খ্রি., দিব্য প্রকাশ, ঢাকা। ৬. উড়িষ্যা- কামরূপ বিজয়ী বাঙালি বীর কালাপাহাড় ( বাংলায় প্রথম পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ) ,২০২০ খ্রি., দিব্য প্রকাশ, ঢাকা। ৭. আসাম ওকামরূপে মুসলমানদের হাজার বছর, ২০২১ খ্রি., দিব্য প্রকাশ, ঢাকা। ৮. ইতিহাসের বিতর্কে গজনির সুলতান মাহমুদ ও ভারত অভিযান, ২০২২ খ্রি., দিব্য প্রকাশ, ঢাকা। ৯. বাংলায় ইউরোপীয় বাণিজ্য- বসতি, ২০২২ খ্রি., দিব্য প্রকাশ , ঢাকা। ১০. বাংলায় কিংবদন্তি শাসক ও সেনানায়ক মীর জুমলা, ২০২৩ খ্রি., দিব্য প্রকাশ, ঢাকা।