Author

Profile Picture

আরজ আলী মাতুব্বর

আরজ আলী মাতুব্বর (১৭ ডিসেম্বর, ১৯০০১৫ মার্চ ১৯৮৫), একজন বাংলাদেশী দার্শনিক, চিন্তাবিদ এবং লেখক ছিলেন। তার প্রকৃত নাম ছিলোআরজ আলী আঞ্চলিক ভূস্বামী হওয়ার সুবাদে তিনিমাতুব্বরনাম ধারণ করেন। গ্রামের মক্তবে কিছুকাল পড়াশোনা করেন, যেখানে শুধু কোরান  অন্যান্য ইসলামিক ইতিহাসের উপর শিক্ষা দেয়া হত। তিনি নিজ চেষ্টা সাধনায় বিজ্ঞানইতিহাসধর্ম  দর্শনসহ বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জন করেন। ধর্ম, জগৎ জীবন সম্পর্কে নানামুখী জিজ্ঞাসা তার লেখায় উঠে এসেছে। তিনি তার ৮৬ বছরের জীবনকালে ৭০ বছরই লাইব্রেরিতে কাটিয়েছেন পড়াশোনা করে। জ্ঞান বিতরণের জন্য তিনি তার অর্জিত সম্পদ দিয়ে গড়ে তুলেছিলেনআরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরি তিনি বাংলা একাডেমির আজীবন সদস্যপদ (১৯৮৫), বাংলাদেশ লেখক শিবিরের হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার (১৯৭৮)  বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর (বরিশাল শাখা) সম্মাননা (১৯৮২) লাভ করেন।

 

প্রিয় মানুষ, আমরা প্রায় লক্ষ্যাধিক বইয়ের সংগ্রাহক। জুকাশ টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আপনাদের কাঙ্খিত বই/পণ্যটি আমাদের সাইটে যুক্ত করতে। তাই সার্চ করে কোনো পণ্য খুঁজে না পেলে হতাশ না হয়ে বরং আমাদেরকে জানান। ইনশাআল্লাহ আমরা আপনাকে হতাশ করবো না। ধন্যবাদ।
We are sincerely sorry!!Search could not find the book or product you are looking for!