যে বয়সে অনেকে ক্যারিয়ারই শুরু করে না, সেই বয়সেই তানভীর শাহরিয়ার রিমন দেশের অন্যতম বৃহৎ একটি গ্রুপে সি-স্যুইটে জায়গা করে নেন। অনেকের চোখ কপালে ওঠে। অথচ ইমোশনাল ইন্টেলিজেন্স, সোশ্যাল ইন্টেলিজেন্স, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্সের নিয়মিত প্র্যাকটিস একদিন তাকে সি-স্যুইটের সর্বোচ্চ জায়গায় নিয়ে যায়। দেশের অন্যতম একজন দক্ষ এবং নিখুঁত সিইও হিসেবে তাকে এখন সবাই জানে। এই VUCA বিশ্বে প্রতিষ্ঠানগুলোর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। টার্গেট ছোঁয়ার জন্য অনেক নেতাই হায়ার-ফায়ারে সমাধান খোঁজেন। যেখানে প্রতিদিন বিজনেস ডায়নামিকসগুলোর বদল হচ্ছে, তখন টার্গেট ছোঁয়ার অসীম চাপ সামলে একজন নেতাকে একই সাথে লক্ষ্যে পৌছানোর সফলতা স্পর্শ করা, সেই সাথে একজন মানবিক নেতা হওয়ার ভীষণ ধ্রুপদী চ্যালেঞ্জে পড়তে হচ্ছে নিয়মিত। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই ‘লিডারশিপ ইন্টেলিজেন্স’। কেবল সিইওদের জন্যই নয়, এই বই একজন সাধারণ কর্মী, টিম লিডার, বিভাগীয় প্রধান কিংবা সি-স্যুইটে অবস্থানরত সিএক্সওদের জন্য হবে একটি মাস্ট রিড বুক!