Author

মারুফ মল্লিক

মারুফ মল্লিক

ড. মারুফ মল্লিক পৈতৃক নিবাস ময়মনসিংহে। সরকারি চাকুরে পিতার সূত্রে জন্ম নারায়ণগঞ্জ শহরের ঠিক বাইরে। আধো গ্রাম আধো শহরে শৈশব-কৈশোর কেটেছে শীতলক্ষ্যাসহ জলা, ডোবায়, জলে ঝাঁপাঝাঁপি করে। ছোটবেলায় ঘুড়ি ওড়ানোর প্রচণ্ড শখ ছিল। মাছ ধরতে নেমে যেতেন যখন-তখন। দুরন্ত এক কৈশোর শেষে স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও আন্তর্জাতিক বিষয়াবলিতে স্নাতকোত্তর। আজকের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে গণমাধ্যমে কাজের হাতেখড়ি। পরবর্তী সময়ে আজকের কাগজ, মানবজমিন, যায়যায়দিন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতা করতে করতেই ২০০৯ সালের মধ্যভাগে উচ্চশিক্ষার জন্য সুইডেনে চলে যান। সুইডেনের ডালারনা ইউনিভার্সিটি থেকে ইউরোপীয় রাজনৈতিক সমাজতত্ত্বে এমএসসি সম্পন্ন করেন। আন্তর্জাতিক সম্পর্কে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন জার্মানির বন বিশ্ববিদ্যালয় থেকে। গবেষণার বিষয় ছিল বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন। মূলত জলবায়ু পরিবর্তনের দর-কষাকষিতে বিভিন্ন রাষ্ট্রের অংশগ্রহণ বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের উদাহরণ হিসেবে বিশ্লেষণ করেছেন। আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব, জলবাযু পরিবর্তনের রাজনৈতিক কারণ, পরিবেশ ও রাজনীতি, টেকসই উন্নয়ন, সামাজিক আন্দোলন ও এনজিও, মধ্যপ্রাচ্যের রাজনীতিসহ আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে গবেষণা করেন। লেখালেখির অভ্যাস এখনো বহাল আছে। নিয়মিত লিখছেন প্রথম আলো পত্রিকায়।