Author

নেসার আতিক

নেসার আতিক

নেসার আতিক। জন্মেছেন ১৯৭১-এ মুক্তিযুদ্ধের সময়। ব্যাংকিং পেশার বাইরে তিনি একজন মননশীল প্যারেন্টিং চিন্তক ও কথক। প্যারেন্টিং বিষয়ে এযাবৎ শতাধিক উন্মুক্ত উপস্থাপনায় অংশ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে মাস্টার্স শেষ করে ‘কমনওয়েলথ এমবিএ’ করেছেন। বিআইবিএম ও ফ্রাংকফুর্ট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে ব্যাংকিং ঝুঁকি ব্যবস্থাপনায় তিনি একজন সার্টিফাইড স্পেশালিস্ট।