Author

তারিক মাহমুদ

তারিক মাহমুদ

তারিক মাহমুদ। নোয়াখালীর হাতিয়াতে জন্ম। পড়াশোনা করেছেন তামিরুল মিল্লাতে কামিল কামিল মাদরাসায় এবং বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামি শরিয়া বিভাগে। অনুবাদ সাহিত্য নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে তার অনূদিত গ্রন্থ ইসলামের ব্যাপকতা প্রকাশিত হয়েছে। মুমিন জীবনে সময় তার দ্বিতীয় অনুবাদ গ্রন্থ।