Author

শাইখ মিশারি আল-খাররাজ

শাইখ মিশারি আল-খাররাজ

শাইখ মিশারি আল-খাররাজশাইখ মিশারি আল -খাররাজ একজন কুয়েতি ইমাম, খতিব ও দাঈ। ১৯৮৫ সালের ৩১শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। কুয়েত ইউনিভার্সিটিতে শারিয়াহ বিভাগে উচ্চতর পড়াশোনা করেন। খুশুখুযু এবং সালাতে মধুরতা লাভের উপায় সম্পর্কিত দারসের মাধ্যমেই সবার নজরে আসেন তিনি। উল্লেখিত দারস তিনি প্রদান করেন কুয়েতের কেন্দ্রীয় ও সর্ববৃহৎ মসজিদে। আর এই দারস থেকে হাজারো মানুষ উপকৃত হয়। পরে আরব-বিশ্বের সর্বপ্রথম বেসরকারি স্যাটেলাইট সম্প্রচার পতিষ্ঠান MBC তার এই দারস সরাসরি সম্প্রচার করে, যা ব্যাপক গ্রহণযোগ্যতা কুড়ায়। বক্ষ্যমাণ গ্রন্থটি তার সেই দারসেরই সরল অনুবাদ।