Author

নাবিলা আফরোজ জান্নাত

নাবিলা আফরোজ জান্নাত

আমি নাবিলা আফরোজ জান্নাত।অনার্স করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গণিত বিভাগে। ছোটোবেলা থেকে জীবনের নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না। বড়ো হয়ে কী হতে চাই—এ প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর আমার কাছে ছিল না।একটা সময় মনে হলো, আমি এমন একজন মানুষ হতে চাই, যে দুনিয়া থেকে চলে যাওয়ার পরও বেঁচে থাকবে—মানুষের মননে, দীক্ষায়, শিক্ষায়, স্মৃতিতে, দুআতে।সেই চিন্তা থেকেই লেখার জগতে পদচারণা। নিজেকে মৌলিক লেখার যোগ্য ভাবি না বলে অনুবাদে হাত দেওয়া। প্রকাশিত হয়েছে দুটো অনুবাদ বইÑ ‘রামাল্লা থেকে বলছি’, ‘ফ্রম মাই সিস্টার্স লিপস’। ‘সালাফদের ফরিয়াদ’ আমার তৃতীয় অনুবাদ বই।