Author

আমিনুল মোহায়মেন

আমিনুল মোহায়মেন

আমিনুল মোহায়মেনআমিনুল মোহায়মেন পঁচিশ বছরের বেশি সময় ধরে কাজ করছেন বাংলাদেশ সরকারের বিভিন্ন খাতের সংস্কারে। বাংলাদেশের সংবিধান, সংসদের কার্যক্রম ও কার্যপ্রণালী, রাষ্ট্র কাঠামো, সুশাসন ও জবাবদিহিতা, সরকারি আর্থিক ব্যবস্থাপনা, জনপ্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও কর্ম সংস্থান, মহিলা ও শিশু কল্যাণ, সমাজ কল্যাণ ও সামাজিক নিরাপত্তা, তথ্য প্রযুক্তি - ইত্যাদি ক্ষেত্রে রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। এ ছাড়া বাংলাদেশ ও মানব সভ্যতার ইতিহাস ও ক্রমবিকাশের উপর গবেষণালব্ধ সাড়া জাগানো বই ‘ত্রিশ জাতির ইতিহাসের আলোকে বাংলাদেশের উত্থানযাত্রার পথ’ - এর তিনি লেখক। ত্রিশ বছরের পেশাগত জীবনের প্রায় পুরোটা সময় ধরে তিনি কাজ করেছেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়সহ মন্ত্রিপরিষদ বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ডিজিটাল ট্রান্সফরমেশনে। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং বাংলাদেশ ব্যাংকের অটোমেশনের সাথেও তিনি যুক্ত ছিলেন। পেশাগত জীবন শুরু করেছিলেন আর্থার এন্ডারসন নামের একটি মার্কিন প্রতিষ্ঠানে। তারপর দেশে ফিরে যোগ দেন প্রশিকাতে, কম্পিউটার বিভাগের প্রধান হিসেবে। জন্ম ঝিনাইদহে, সেখানেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা এবং দুই পরীক্ষাতেই সম্মিলিত মেধা তালিকায় স্থান পাওয়া। এরপর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি, ভালো না লাগায় বছরখানেক পর সরকারি বৃত্তি নিয়ে মিশরে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়া। জ্ঞান ও গবেষণার বহুমাত্রিকতায় আমিনুল মোহায়মেনের বিচরণ। একদিকে যেমন তিনি কৃত্তিম বুদ্ধিমত্তার মত সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছেন, তেমনি মানব সভ্যতার ইতিহাস ও উত্থান-পতন নিয়ে গবেষণা করেছেন এবং বই লিখেছেন, আবার পড়াশোনা করেছেন সুশাসন, সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা এবং ধর্ম নিয়ে, যা তাকে দিয়েছে রাষ্ট্র, সমাজ, অর্থনীতি এবং ভ‚রাজনীতিকে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখার দুর্লভ ক্ষমতা।