Author

আবু আব্দুল্লাহ মুহাম্মাদ হুমায়ুন কবির

আবু আব্দুল্লাহ মুহাম্মাদ হুমায়ুন কবির

আবু আব্দুল্লাহ মুহাম্মাদ হুমায়ুন কবিরমুহাম্মাদ হুমায়ুন কবির। জ্ঞান সমুদ্রের এক ডুবুরী। ইলমের সিন্ধু সলীলে ডুব দিয়ে হীরা- মাণিক্য তুলে আনতে সদা সচেষ্ট।ইলম পিয়াসী তরুণ এই তালিবে ইলম জন্মগ্রহণ করেন দিনাজপুর জেলার খানসামা উপজেলার বিষ্ণপুর গ্রামে। খানসামা দ্বি-মুখী ফাজিল মাদ্রাসা থেকে আলিম,ফাজিল শেষে ঢাকা সরকারি মাদ্রাসা ই- আলিয়া থেকে হাদিস বিভাগে কামিল,তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে তাফসির বিভাগে কামিল সম্পন্ন করেন।এছাড়াও ঢাকা কলেজ থেকে পরিসংখ্যানে অর্নাস-মাট্রার্স। স্বপ্ন দেখেন জাহেলিয়াত মুক্ত সুন্দর সমাজ বিনির্মাণের।অহির আলোয় উন্নত সমাজ কাঠামো গঠনের প্রচেষ্টায় এটা তার প্রথম বই।আরো কয়েকটি বই প্রকাশিতব্য।