Author

মোঃ মাহবুবুল আলম

মোঃ মাহবুবুল আলম

মোঃ মাহবুবুল আলমমো. মাহবুবুল আলম জন্ম ১৯৬৮ সালের ১০ জানুয়ারি, গাজীপুর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত বসুরা গ্রামে। ১৯৮০ সালে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় দৈনিক খবর-এ টঙ্গী-গাজীপুর এলাকার নিজস্ব সংবাদদাতা হিসেবে সংবাদিকতার সূচনা এরপর বাংলার বাণী, সংবাদ, যুগান্তর, আমার দেশ, ইত্তেফাক এবং বর্তমানে কালের কণ্ঠে কর্মরত। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে সহকারী প্রধান শিক্ষক হিসেবে এখন দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে বিচ্ছু রঙ্গ, হুমায়ূন আহমেদের সাথে সাতটি বছর ও দূষিত গল্প নামে ৩টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এ ছাড়া বিভিন্ন জাতীয় পত্রিকায় কৃষি, শিল্প, শিক্ষা, ধর্মসহ নানা বিষয়ে উল্লেখযোগ্যসংখ্যক লেখা প্রকাশিত হয়। কোনো রাজনৈতিক দল, মতাদর্শ বা সংগঠনের সাথে লেখকের সম্পৃক্ততা নেই, তিনটি 'ব'-তে আবর্তিত হয়ে আছে লেখকের পছন্দ। বাংলাদেশ, বিছানা ও বেতন। বিশিষ্ট সিরিয়াস-রম্য লেখক আশীফ এন্তাজ রবি এ লেখককে বই প্রকাশ করতে অনুপ্রাণিত করেছেন। লেখক তার কাছে ঋণী।