Author

হাফিজুর রহমান

হাফিজুর রহমান

হাফিজুর রহমানবাংলাদেশী যুবক হাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে তাকে পাড়ি জমাতে হয় তুরস্কে। তুরস্কের আঙ্কারা অঞ্চলের গাজি ইউনিভার্সিটির পিএইচডি প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করেন। ‘আধুনিক যুগে রাষ্ট্র ধারণা এবং ইসলামি রাজনীতি’ বিষয় নিয়ে তাকে গবেষণাপত্রটি তৈরি করতে হয়েছিলো। সুতরাং হাফিজুর রহমানের আগ্রহের মূলবিন্দুতে যে বিশ্বরাজনীতি একটি বিশাল জায়গা দখল করে আছে তা সহজেই বোঝা যায়। তাই তার প্রকাশিত প্রথম গ্রন্থটিও যে বিশ্বরাজনীতির কোনো তুখড় দিকনির্ধারণকারীকে নিয়ে হবে তা বোধগম্য। হাফিজুর রহমান (পিএইচডি) এর বই সমূহ মূলত তার তুরস্কে অবস্থানকালীন আহরিত জ্ঞান দ্বারা অণুপ্রাণিত। বিশেষত, তার প্রথম লেখাটিকে প্রভাবিত করেছিলো একটি সম্মেলন। তুরস্কে পৌঁছানোর এক মাসের মাঝে তুরস্কের নেতা এরদয়ানের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন তিনি, যেখানে শত শত তরুণের সাথে হাফিজ নিজেও এরদোয়ানের বলশালী বক্তব্য শুনে মুগ্ধ এবং পরবর্তীতে প্রভাবিত হয়েছিলেন। উল্লেখ্য, হাফিজুর রহমান যে সময়ে তুরস্কে অবস্থান করছিলেন তখন তুরস্ক এরদোয়ানের নেতৃত্বে দিন দিন উন্নতির চূড়ায় পৌঁছাচ্ছিলো। তাই ২০১৬ সালের মে মাস থেকে টানা ২০ মাস হাফিজুর রহমান এরদোয়ানকে নিয়ে বিশ্লেষণ করে যান। অতঃপর ২০১৮ সালের বইমেলায় প্রকাশিত হয় বাংলা ভাষায় লেখা এরদোয়ানের জীবনী। হাফিজুর রহমান (পিএইচডি) এর বই সমগ্র এর মাঝে উল্লেখযোগ্য হলো- ‘এরদোয়ান: দ্য চেঞ্জমেকার’ ও ‘আমার দেখা তুরস্ক: বিশ্বব্যবস্থার নতুন শক্তি তুর্কি জাতির ভেতর-বাহির’।