Author

মোত্তাসিন পাহলভী

মোত্তাসিন পাহলভী

মোত্তাসিন পাহলভী"নাম: মোত্তাসিন পাহলভী , পিতা: আতাউর রহমান, মাতা: মাহফুজা রহমান। ১৯৮৭ সালের ১৭ জুলাই পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। ছোটবেলা থেকেই তিনি বাবার কাছ থেকে গণিত ও বিজ্ঞানের অনেক মজার বিষয় শিখেন। এ থেকে তার গণিতের প্রতি ভালবাসা জন্ম নেয়। তিনি ৫ম শ্রেণি পর্যন্ত দেবীগঞ্জ কেজি স্কুলে পড়েন।এরপর তিনি দেবীগঞ্জ এন এন স্কুল থেকে এসএসসি , রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন । তিনি একাধারে একজন লেখক, শিক্ষক, প্রকৌশলী ও উদ্দ্যোক্তা।বিজ্ঞান ও গণিতের প্রতি ভালবাসা তৈরির জন্য তিনি কাজ করছেন। তার ছোটদের জন্য লেখা 'গণিতের জেমস বন্ড' এবং 'অঙ্কের জাদুকর' বইগুলো ছোটদের গণিতের প্রতি ভালবাসা বাড়িয়ে দেয়। চাকুরি প্রার্থীদের মধ্যে Magic Math বইটি খুবই জনপ্রিয়। এছাড়াও তিনি নবম দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইনফিনিটি গণিত, ইনফিনিটি উচ্চতর গণিত, ইনফিনিটি পদার্থবিজ্ঞান, ইনফিনিটি রসায়ন বই লিখেছেন।বর্তমানে স্বল্পমূল্যে সকলের কাছে মানসম্পন্ন শিক্ষা পৌছানোর লক্ষ্যে কাজ করছেন্ম"