Author

এইচ আল বান্না

এইচ আল বান্না

এইচ আল বান্নাসাউথইস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর শেষে চলচ্চিত্র নির্মাণকেই নেশা এবং পেশা হিসেবে বেছে নিয়েছেন। এ পর্যন্ত তিনি দেশি-বিদেশি, সরকারি-বেসরকারি প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠানের কর্পোরেট ফিল্ম নির্মাণ করেছেন। বাংলাদেশে শর্টফিল্মকে কল্যাণকর ধারায় মানুষের কাছে জনপ্রিয় করতে যারা কাজ করছেন, তার মধ্যে তিনি অন্যতম একজন। তিনি স্বপ্ন দেখেন এমন একটি সমাজের, যেখানে মানুষ শিল্প-সাহিত্যের নামে নোংরামি ও স্বেচ্ছাচারিতার চর্চা না করে মানবতা ও কল্যাণের চর্চা করে: যেখানে মানুষ মানুষের জন্য বাঁচে।