Author

জাহাঙ্গীর সুর

জাহাঙ্গীর সুর

জাহাঙ্গীর সুরজাহাঙ্গীর সুর বিজ্ঞানমনস্ক ও বৈষম্যহীন সমাজের স্বপ্ন বাস্তবায়নে কাজ করেন। গ্রামভিত্তিক বিজ্ঞান সংগঠন আকিমুদ্দিন গ্রন্থাগারের সহউদ্যোক্তা। বিজ্ঞান জনপ্রিয়করণে প্রত্যন্ত এলাকার শিক্ষালয়গুলোয় বিজ্ঞানমেলা ও বিজ্ঞানবক্তৃতা করে বেড়ান। কৃতিত্ব স্বরূপ পেয়েছেন বিপিএইচআর ইয়াং অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড (২০১৮)। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) থেকে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজে স্নাতক। বর্তমানে লেখক স্নাতকোত্তর করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজে। সাংবাদিকতা পেশায় আছেন ২০০৮ সাল থেকে। তার স্ত্রী লেখক ও সাংবাদিক শর্মিলা সিনড্রেলা; তাদের একমাত্র সন্তান প্রজ্ঞান নক্ষত্র। সুরের বেড়ে ওঠা বাংলাদেশে। জন্ম ভারতে।