Author

রোমেন রায়হান

রোমেন রায়হান

রোমেন রায়হান১৯৮৬ সালে দৈনিক ইত্তেফাকের কচিকাঁচার আসর’-এ প্রথম ছড়া ছাপা হওয়ার পর থেকে দেশের প্রধান সব দৈনিকগুলােতে নিয়মিতই। তিনি লিখে যাচ্ছেন। ঘুমপাড়ানি ছড়া থেকে। শুরু করে সমাজের অসঙ্গতি- সবই তাঁর ছড়ায় ধরা পড়ে বলে শিশু, কিশাের, কৈশােরউত্তীর্ণ সব বয়স শ্ৰেণীই তাঁর ছড়ার পাঠক। প্রকাশিত বইয়ের সংখ্যা ৩০ এর বেশি। ছড়াগ্রন্থ কা কা’ এর জন্য নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার এবং রঙিন আমার ছেলেবেলা বৃষ্টি কাদায় মাখার জন্য পেয়েছেন বাংলাদেশ শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সহযােগী অধ্যাপক হিসেবে কর্মরত রােমেন রায়হান পেশায় চিকিৎসক ও নেশায় ছড়াকার। ছড়াকার পরিচয় দিতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বােধ করেন।