Author

সিদ্দিক স্বপন

সিদ্দিক স্বপন

সিদ্দিক স্বপন"সিদ্দিক স্বপন। জন্ম ১৯৯৮ সালে। বেড়ে ওঠা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কুশারীগাঁও গ্রামে। বর্তমানে চীনের নানজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। পাশাপাশি সাইকোলজি নিয়ে ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে অনার্স করছেন। এর পূর্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটেও পড়েছেন বেশ কিছুদিন। তরুণ এই গবেষক বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক জার্নালে বেশ কিছু গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন। নানান আন্তর্জাতিক সায়েন্টিফিক কনফারেন্সেও তার নিয়মিত যাতায়াত রয়েছে। ‘একাউন্টেবিলিটি পার্টনার’ নামক প্লাটফর্মের মাধ্যমে পর্নোগ্রাফি ও হোমোসেক্সুয়্যাল অ্যাডিক্টদের নিয়ে কাজ করছেন ২০১৮ সাল থেকে। এ সংক্রান্ত গবেষণাও প্রকাশিত হয়েছে সিদ্দিক স্বপনের। ছোটোদের জন্য লিখালিখি করছেন। পাশাপাশি অনলাইনেও বেশ সরব। সামাজিক কর্মকান্ডেও রয়েছে তার চোখে পড়ার মতো উপস্থিতি। নবিজির সাথে একদিন তার প্রথম প্রকাশিত বই। প্রকাশিতব্য বইসমূহের মধ্যে ছোটোদের ঈমানে মুফাসসাল সিরিজ, ছোটোদের নবি সিরিজ (ইংরেজি), ছোটোদের খুলাফায়ে রাশেদা সিরিজ (ইংরেজি), পুরুষ মন উল্লেখযোগ্য।"