Author

ইমরুল কায়েস

ইমরুল কায়েস

ইমরুল কায়েসলেখক ইমরুল কায়েসের পুরো নাম আবু হেনা ইমরুল কায়েস। জন্ম পাবনা জেলার সুজানগর থানার পারঘোড়াদহ গ্রামে। পিতা সুজানগরের বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক মো: আব্দুর রাজ্জাক মোল্লা এবং মাতা মিসেস হাসিনা বেগম গৃহিণী। তিন ভাই ও এক বোনের মধ্যে ইমরুল কায়েসের অবস্থান তৃতীয়। প্রাথমিক শিক্ষার হাতেখড়ি গ্রামের প্রাইমারিতে। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। অনার্সের পর মাস্টার্সও একই বিভাগ থেকে সম্পন্ন করেন। ছাত্রজীবনের বিতার্কিক ছিলেন। বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ে বাংলা-ইংরেজি উভয় বিতর্কেই একাধিক পুরষ্কার পেয়েছেন। বিশ্ববিদ্যালয় পড়াকালীন ইংরেজি দৈনিক নিউ নেশন-এর মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি। বর্তমানে দেশের জনপ্রিয় টেলিভিশন বাংলাভিশন-এ সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। ২০১৫ সালে জাতিসংঘের প্যারিস জলবায়ু সম্মেলন উপলক্ষ্যে ফ্রান্স গমন। ২০১৬ ও ২০১৭ সালে যথাক্রমে পাকিস্তান ও চীন সফর করেছেন, সে দেশের সরকারের আমন্ত্রনে। এছাড়া বেলজিয়াম, তুরস্কে সফর করেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পড়াশোনা, লেখালিখি ও খেলাধুলা অবসর বিনোদনের মাধ্যম। স্ত্রী মৌসুমী আক্তার স্বপ্না ও ছেলে ইমরুল জিসান সাদকে নিয়ে সংসার।