Author

আহমাদুল্লাহ আল জামি

আহমাদুল্লাহ আল জামি

আহমাদুল্লাহ আল জামিআহমাদুল্লাহ আল জামি। তরুণ আলেম, লেখক ও গবেষক। মেধাবী এ তরুণ শৈশবে কুরআনে কারিম হিফজ করেছেন তাহফিজুল কুরআনে দেশের বিখ্যাত প্রতিষ্ঠান ‘আরজাবাদ মাদরাসায়’। কৈশোরের প্রত্যয়দীপ্ত সময়টুকু কাটিয়েছেন দেশ সেরা প্রতিষ্ঠান ‘ঢালকানগর মাদরাসায়'। ঢালকানগরে প্রায় এক যুগের পাঠকালে সকল বিভাগে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বরাবরের মতো। দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করেছেন সুনাম ও কৃতিত্বের সাথে। এরপর ইফতা বিভাগ শেষ করে দেশের গণ্ডি পেরিয়ে পাড়ি জমিয়েছেন মিশরের ঐতিহ্যবাহী ‘আল-আজহার বিশ্ববিদ্যালয়ে’। বর্তমানে সেখানেই উচ্চতর ইলম অর্জনে নিরত আছেন।