Author

সাবরিনা মাহমুদ

সাবরিনা মাহমুদ

সাবরিনা মাহমুদজন্ম : সিরাজগঞ্জে। শৈশব কেটেছে পাবনা জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে অনার্স (২০০৬) এবং এডুকেশনাল সাইকোলজিতে মাস্টার্স (২০০৮) ও এমফিল (২০১৬) ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে ওই বিভাগে ডেমনস্ট্রেটর হিসেবে যোগ দেন। ইন্ডিয়ার আশা কাউন্সেলিং সেন্টার থেকে ২০১৪ সালে ডিপ্লোমা ইন কাউন্সেলিং (টিএ অ্যান্ড এনএলপি) সম্পন্ন করেন। বর্তমানে তিনি সার্টিফায়েড ট্রানজেকশনাল অ্যানালিস্ট হিসেবে প্রশিক্ষণরত। এ ছাড়া তিনি হাপ, সুইজারল্যান্ডের তত্ত্বাবধানে ট্রমা থেরাপিতে প্রশিক্ষণরত আছেন।দীর্ঘ ১০ বছর তিনি প্রতিবন্ধী শিশুদের সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গবেষণা সহযোগী হিসেবে কাজ করছেন। বর্তমানে এডুকেশনাল সাইকোলজিস্ট হিসেবে শিশু, অভিভাবক, শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ ও মানসিক সেবা দিয়ে থাকেন।পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ইন্ডিয়া, ইউরোপের বিভিন্ন দেশে মানসিক স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কনফারেন্স, সেমিনার ও প্রশিক্ষনে অংশগ্রহণ এবং সফলতার সাথে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা তার জীবনের অন্যতম লক্ষ্য। তিনি বিভিন্ন পত্রিকা-জার্নাল ও অনলাইন পত্রিকায় মানসিক স্বাস্থ্য বিষয়ে লেখালেখি করছেন এবং এফএম রেডিও, টিভিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে পরামর্শ দিয়ে থাকেন।সাবরিনা মাহমুদ ইন্টারন্যাশনাল স্কুল সাইকোলজি অ্যাসোসিয়েশন (ISPA), সাউথ এশিয়ান ট্রানজেকশনাল অ্যানালাইসিসের (SATA) সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি সোসাইটির সদস্য হিসেবে কাজ করছেন।
14% OFF

শৈশব সমাচার

৳200 ৳172
Buy Now