Author

ফরহাদ খান নাঈম

ফরহাদ খান নাঈম

ফরহাদ খান নাঈম। চট্টগ্রামের তালিমুল কুরআন কমপ্লেক্স থেকে হিফজ এবং গাজীপুরের জামিয়া ইসলামিয়া আব্দুল্লাহ বিন ওমর (রা.) থেকে দাওরায়ে হাদিস (তাকমিল) সম্পন্ন করেন। পরবর্তী সময়ে চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়াতে কিছুদিন আরবি সাহিত্যে অধ্যয়ন করেন। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি নিয়মিত লেখালিখি করেন। শিক্ষকতাকে সাথে করেই আমৃত্যু পথ চলতে চান পাশাপাশি কালো কালো হরফের তুলিতে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিতে চান বিশ্বময়।