Author

মুহাম্মাদ হাবীবুল্লাহ

মুহাম্মাদ হাবীবুল্লাহ

মুহাম্মাদ হাবীবুল্লাহজন্মেছেন সমুদ্রসৈকত কক্সবাজারের মহেশখালীতে। সৃজনশীল লেখক, অনুবাদক ও সম্পাদক। ইতোমধ্যে  জাতীয় দৈনিকের সাহিত্য-পাতা ও গুরুত্বপূর্ণ গবেষণা-জার্নালে তাঁর সরব উপস্থিতি লক্ষ করার মতো। বচন-লিখন ও স্বভাব-চরিত্রে বাঙময় হয়ে উঠে ভিন্ন চিন্তা ও রুচি, অনন্য দরদ ও দীপ্তি।লিখেন প্রবন্ধ, সমালোচনা, ছড়া ও গল্প। লেখনি শক্তির মূল ধার সাহিত্যে। মৌলিক ও অনুবাদ মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬ টি। সৌন্দর্যের সোনালি বাহন : ভাষা ও সাহিত্য, সারি সারি সেতারা, ইসলামের সৌন্দর্য : বিবিধ প্রসঙ্গ, লেখালেখির নিয়ম-কানুন, তাসাউফের আসল রূপ, মালফুজাতে বোয়ালভী, চেতনার মিষ্টি সকাল সত্যসন্ধানে কবি ইকবাল তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।