Author

মহিউদ্দিন কাসেমী

মহিউদ্দিন কাসেমী

মহিউদ্দিন কাসেমীমাওলানা মহিউদ্দিন কাসেমী একজন তারুণ্যদীপ্ত আলিমে দ্বীন। জন্ম চাঁদপুরে। ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ থেকে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অধীনে ‘তাকমিল ফিল হাদিস’ পরীক্ষা দিয়ে মেধাতালিকায় সপ্তম স্থান অধিকার করেন। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ হতে দাওরায়ে হাদিস ও ‘তাখাসসুস ফিত তাফসির’ ডিগ্রি নিয়ে মারকাযুদ দাওয়াহ বিভাগে অধ্যয়ন করেন। আল হাইয়াতুল উলয়া বোর্ডের অধীনে স্বীকৃতিপ্রাপ্ত মাস্টার্স সমমানের ‘তাকমিল ফিল হাদিস’ পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫তম স্থান অর্জন করেন। ২০০৯ সাল থেকে অদ্যবধি শিক্ষকতা পেশায় তিনি নিয়োজিত রয়েছেন। মহিউদ্দিন কাসেমীর ব্যস্ততা শিক্ষা ও প্রশিক্ষণ হলেও তিনি বিভিন্ন জার্নাল-ব্লগে দু-হাতে লিখে চলেছেন। বিষয়ের সূক্ষ্মতা, বর্ণনার সাবলীলতা ও ভাষার মাধুর্যে ইতোমধ্যেই তিনি অনেকের হৃদয় জয় করতে সক্ষম হয়েছেন। ‘আকসার কান্না’ তার অনূদিত প্রথম বই।