অর্থমূল্য আছে এমন সহায়-সম্পদের সুরক্ষায় আমরা সচেতনভাবে কেউই চেষ্টার ত্রুটি করি না। জগৎ-সংসারে কষ্টের ধর খোয়া গেলে তা আবারও ফির পাওয়ার অসংখ্য উদাহরণ আছে। ব্যতিক্রম শুধু মানব সন্তানের বেড়ে ওঠায়। আমরা কখনো কি ভেবেছি, শিশুর যথাযথ ‘মানুষ জওয় উঠা’ না হলে শুধু একটি পরিবারই ক্ষতিগ্রস্থ হয় না, একটি সম্ভাবনারও অকাল পরিসমাপ্তি ঘটে? মা-বাবা হিসেবে আমরা কি আমাদের দায় এড়াতে পারি? প্যারেন্টিং অভিযাত্রায় আমরা কি আমাদের কর্তব্য পালনে সত্যনিষ্ঠ? এসব প্রশ্নের উত্তর খুঁজতে হবে আপনাকেই।