সামাজিক মাধ্যম বিশ্বজুড়ে গড়ে তুলেছে নির্ঘুম এক জাদুর নগর। এক অবিরাম নৈঃশব্দ কোলাহলের হাটে নানা দরে বিক্রি হচ্ছে সময়, শূন্যে ভাসছে অর্থকড়ি, হাসি-কান্না, চাওয়া, না-পাওয়া। জোড়া জোড়া চোখ পড়ে আছে ফোনের স্ক্রিনে। যোগাযোগের এক অভূতপূর্ব সাবলীল সেতু তৈরি হয়েছে। এই সংযোগ পেরিয়ে আদম সন্তানেরা কোথায় যাচ্ছে, কত দূর, আর কেন– এমন সব সওয়ালের সুরাহার দিকে যেতে বিজ্ঞান লেখক ও গবেষক জাহাঙ্গীর সুরের অনূদিত ‘প্রচল ভাঙার ঢেউ: সামাজিক মাধ্যম’ গ্রন্থটি বিশেষ সহায়ক হবে। অবকাশ তৈরি হবে গতির বিপরীতমুখী জায়গা থেকে ভাবার। কতটা নেতিবাচক আর কতটা ইতিবাচক ভূমিকা রয়েছে এক একুশ শতকের অথই বিস্তৃত এই মাধ্যমের, নানা আঙ্গিকের ব্যাখ্যা-বিশ্লেষণে তা উঠে এসেছে।
নয়জন ইংরেজিভাষী লেখকের গবেষণাধর্মী নিবন্ধ, প্রবন্ধ ও বক্তৃতা নিয়ে বইটি সাজানো হয়েছে। জাহাঙ্গীর সুরের ঝরঝরে প্রাঞ্জল অনুবাদ সব ধরনের পাঠককে আরাম দেবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে যুক্ত-বিযুক্ত প্রত্যেকে এই গ্রন্থ থেকে নিজ নিজ জায়গা থেকে ফায়দা পাবেন।