পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ কে, বলতে পারো? আচ্ছা আমি বলে দিই। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হলেন আমাদের প্রিয়নবি মুহাম্মাদ (সা.)। তাঁর প্রত্যেকটি কথা যেন রূপকথার সেই পরশপাথর। যার ছোঁয়ায় সোনার মতো হয় মানুষের জীবন। প্রিয় নবিজির প্রত্যেকটি উপদেশ দুনিয়ায় ও আখিরাতে সফল হওয়ার মন্ত্র। অর্থাৎ, তাঁর কথা মেনে চললে আমরা দুনিয়া ও আখিরাতে সফল মানুষ হতে পারব। চলো তাহলে জেনে নিই প্রিয়নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার কিছু কথা ও উপদেশ!