বাংলাদেশ আজ এক কাপ চায়ের মধ্যে ডুবতে থাকা একটি বিস্কিটের মত ভাসছে। শীগ্রই যেন তা গলে গিয়ে গ্লাসের তলায় ডুবে যাবে! দেশের সর্বোপরি শিক্ষিত জনগোষ্ঠীর উচিৎ বইটি পড়া এবং রাষ্ট্রের এই করুণ সময়ে দেশটির পাশে থাকা। জাতির শক্তি ও দূর্বলতাগুলো চিহ্নিত করে রাষ্ট্র সংস্কারের যে অভিনব পথ বাতলে দেওয়া হয়েছে বইটিতে, তা অনবদ্য, গ্রহণীয় এবং বিবেচনযোগ্য।