শুয়োরের বাচ্চার যখন দাঁত গজায় তখন সে তার বাপের রানে কামড় দিয়ে ধার পরীক্ষা করতে চায়। উক্তিটি আহমদ ছফা স্যারের। পাক সার জমিন সাদ বাদ বইটিতে এতটাই ধারালো এবং তীক্ষ্ণ লেখা যে, যা পড়তে গিয়ে বারবার আমার অস্বস্তি বোধ হচ্ছিল, এমনকি কয়েকবার বই বন্ধ করে নিঃশ্বাস ফেলতে হয়েছিল, বমি আসছিলো, গায়ের লোমগুলো দাড়িয়ে যাচ্ছিলো বারবার। এত কড়া ভাষায় কেউ লিখে! আমার তো মনে হয় এই লেখা দুর্বল চিত্তের কারো পড়া উচিত নয় , তবুও সকলের পড়া বাধ্যতামূলক বলেও মনে হয়।