বি:দ্র: “জ্ঞান অর্জনে যারা একপেশী, একপাক্ষিক বইটি তাদের জন্যে না।”
দক্ষ সাপুরে না হয়ে সাপ নিয়ে খেলা দেখানো যেমন বোকামি, তেমনি অল্প বিদ্যাও ভয়ংকরী। তাই বইটি পড়ার আগে অন্তত হাজার বার চিন্তা করুন আপনি জ্ঞানের কোন উচ্চতায় রয়েছেন? তারপর সিদ্ধান্ত নিন। কেননা আগুন যেমন আমাদের জীবন বাঁচায়, তেমনি পুড়িয়েও ফেলে।
পানিতে না নেমেই সাঁতার শিখে ফেলার বিশ্বাস যেমন ভয়ানক অজ্ঞতা, তারচেয়েও বড় অজ্ঞতা আপনার জানতে না চাওয়া। জ্ঞানীরা জানতে চায়, আর জানতে চাইলেই প্রশ্ন আসে! মনে আসা প্রশ্নের সেই উত্তরে
যদি কেউ সন্তুষ্ট হয় তবে সে সেটা গ্রহণ করবে অন্যথায় করবে বর্জণ।
জানার কোনো মাপকাঠি নেই তবে বিবেকের মাপ-কাঠি নিশ্চয়ই রয়েছে। আপনার বিবেকের বারখাট্টায় যে মতাদর্শকে ভারী মনে হবে আপনি তা গ্রহণ করবেন। পথই আপনাকে পথ চিনাবে। চলার পথে বহু রাস্তায় আপনি থামবেন, বিশ্রাম নিবেন তবে গণ্তব্য যদি ঠিক থাকে আপনি নিজ গন্তব্যে এক সময় নিশ্চয়ই পৌছেবেন। আপনার জন্যে শুভ-কামনা।