"প্রবৃত্তির দাসত্ব" বইয়ের ফ্ল্যাপের লেখা:প্রবৃত্তির অনুসরণ কল্যাণকে বাধাগ্রস্ত করে, বিবেককে করে দূষিত ও অকর্মণ্য। কেননা, তা থেকে উৎসারিত হয় নােংরা চরিত্র, লাঞ্ছনাদায়ক কর্মকাণ্ড। কুপ্রবৃত্তি মানবতাবােধ আচ্ছাদন করে এবং মানবজীবনে অনিষ্টতার প্রবেশকে করে অবারিত। প্রবৃত্তির অনুসরণ ফিতনার দ্রুতগামী বাহক।