বাড়িতে ও স্কুলে বিভিন্ন কারণে শিশুরা রেগে যায়। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তারা ভাঙচুর করে, সহপাঠীদের সঙ্গে মারামারিও করে। রাগান্বিত শিশুদের সামলাতে অভিভাবকদের হিমশিম খেতে হয়। রাগ একটি স্বাভাবিক আবেগ। কিন্তু অতিরিক্ত রাগ শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বইটি পড়ে একটি শিশু সম্পূর্ণরূপে ABCDE সমাধানের মাধ্যমে নিজের রাগ নিয়ন্ত্রণ করার কৌশল শিখবে।