শহরের এক ধনী ব্যক্তির কাছে একটা ট্রেজার বোল রয়েছে। এমন গুজব শোনা গিয়েছে, সেই বোলে স্বর্ণ রাখা হলে তা বহুগুণ হয়ে যায়। শুধু স্বর্ণ নয়, সে পাত্রে যা-ই রাখা হয় তা ক্রমাগত বাড়তেই থাকে।
দেখতে দেখতে দূরে মেঘালয়ার ওপরে আকাশ তার রং পাল্টে ফেলল। সে এক মায়াময় আলো, যে মায়া আগলে রাখে পাহাড়কে, হাওড়কে আর হাওড়ে ভাসতে থাকা মানুষগুলোকে। দেওয়ালে ঝোলানো ছবিতে লেকের পাশে পড়ে থাকা এক তরুণীর মৃতদেহ। আর জাকুজির পাড়ে পড়ে আছে এক রূপবতীর সদ্যমৃত শরীর। একজন ভালো চিত্রকর ছবিটা কীভাবে আঁকবেন? দুজনের ঠোঁটের ওপরেই কি ছুঁয়ে যাবে তার তুলির লাল রঙ?
লু সি ওয়েন যখন কপালের চামড়ায় ছোরা ঠেকালেন তখন তার দৃষ্টি পড়ল মেয়েটার চোখে। এই দৃষ্টির সামনে তার মানবজীবনে অর্জিত সমস্ত মনোবল কাচের টুকরার মতো ভেঙে যেতে লাগল। ড্রাগনের প্রতিকৃতির চোখ-ঝলসানো রঙ, ঝুলন্ত লাল গোলাকার লন্ঠনের আভা, পুরনো ইমারতের জাঁকজমকপূর্ণ সাজসজ্জা সব মিলিয়ে চিংহুয়াই নদীর শাখায় আলোর এক অনৈসর্গিক খেলা আরম্ভ হয়েছে।