ছেলেটা ঘরে ঢুকল। চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন বলে গ্লাসে ফু দিল-বাবলু দেখল, দুধ দুধের মতােই আছে। আগের মতােই কুৎসিত। সর ভাসছে। ছেলেটা বলল, 'দেখলি দুধ কেমন পেপসি বানিয়ে দিলাম, কঠিন মন্ত্র-তােকে শিখিয়ে দেব। এই মন্ত্র দিয়ে খাবার জিনিস বদলে ফেলা যায়। মনে কর তােকে ছােট মাছ দিয়ে ভাত দিয়েছে, ছােট মাছ খেতে ইচ্ছা করেছে না। মন্ত্র পড়ে ফু দিবি ছােট মাছ হয়ে যাবে মুরগির রান। তুই মুরগির রান খাস, না বুকের মাংস? বাবলু বলল, 'দুধ তাে আগের মতােই আছে। একটুও বদলায়নি।