হুমায়ুন আহমেদ। এই নামটি এখন কিংবদন্তীসম জনপ্রিয়। সারাবিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে এক অদ্ভুত আকর্ষণ হুমায়ুন আহমেদ। বাঙালি মধ্যবিত্তের দৈনন্দিন হাসিকান্না আনন্দবেদনা আশানিরাশা হতাশাগ্লানি- এ সকল কিছু গভীর মমতায় তাঁর লেখায় ফুটিয়ে তােলেন হুমায়ূন আহমেদ, যা সহজেই পাঠকের অন্তর স্পর্শ করেঅভিভূত করে। একই কারণে তাঁর নাটকও সমানভাবে সমাদৃত। হুমায়ূন আহমেদের লেখার প্রধান বৈশিষ্ট্য সহজ সাধারণ ভাষা ও গদ্যরীতি। শহুরে আটপৌরে জীবনের রূপ-রস-গন্ধ-স্পর্শ-বর্ণ তিনি এতােটাই নিপুণভাবে চিত্রিত করেন যা সকল বয়সের পাঠক বা দর্শককে মগ্ন করে রাখে, মােহাবিষ্ট করে রাখে। হমায়ন আহমেদ ইতিমধ্যেই সব্যসাচী লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সাহিত্যের প্রায় প্রতিটি শাখাই তার ছোঁয়ায় হচ্ছে সমৃদ্ধ। সামাজিক উপন্যাস ছাড়াও শিশুতােষ রচনা, রহস্যোপন্যাস, অতিপ্রাকৃত গল্প, সায়েন্স ফিকশন, প্রেমের গল্প এবং ভৌতিক রচনায় তাঁর সাবলীলতা অতুলনীয়। সমকালীন বাংলা সাহিত্যের সর্বাধিক জনপ্রিয় এই কীর্তিমান লেখকের এক বিশেষ প্রিয় বিষয় ভৌতিক গল্প ও উপন্যাস। সুখপাঠ্য তার সে ধরনের কিছু বাছাইকৃত লেখা এই সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। আশা করা যায় এ বিষয়ে আগ্রহীরা একসাথে হুমায়ূন আহমেদের এই বিশেষ লেখনী প্রতিভার পরিচয় পেয়ে আরাে চমৎকৃত হবেন।