বি:দ্র: “জেগে ঘুমানো মানুষগুলোর নিকট বইটি অর্থহীন।” বইটি তাদের জন্যে যারা চিন্তাশীল। যারা সাদা-কালোর পার্থক্য বুঝে। যারা নিজেদের বিবেকের বাটখারায় ভালো-মন্দের ওজন নির্ণয় করতে পারে। যারা জ্ঞানী এবং সু-বিবেচক। সেই সাথে ভালোকে গ্রহণ এবং মন্দকে বর্জন করতে যাদের বিন্দু পরিমাণ দ্বিধা জাগে না। যারা কু-সংস্কারে নয়, সংস্কারে আগ্রহী। যারা মতবাদে নয়, মনুষ্যত্বে বিশ্বাসী।
ডুবে যাবার ভয়ে যদি জলে নামতে ভয় পান তবে সাঁতার আপনার জন্যে নয়।
একটা কুয়োর ব্যাঙের কাছে তার পৃথিবী বলতে ঐ কুয়োটায়। পুকুরে থাকা মাছের কাছে তার জগৎ বলতে ঐ পুকুরটায়। চিন্তা যাদের ছোট তাদের পৃথিবীটাও সংকীর্ণ। এই বইটি আপনাকে চিন্তায় বড় করবে। ভিন্ন ভাবে ভিন্ন আঙ্গিকে ভাবতে বাধ্য করবে। একজন স্ব-শিক্ষিত মানুষের নিকট এর থেকে সু-খাদ্যের সন্ধ্যান পাওয়া দুষ্কর। বইটি পড়ুন এবং জানার তৃষ্ণায় যারা কাতর এমন মানুষগুলোকে বইটি পড়তে দিন, উপহার দিন।
জন্মান্ধ এবং চোখ থাকতেও যারা অন্ধ তারা আলো দেখতে পায় না। আলোর ঝলকে তাদের চোখে জ্বালা-পোড়া হয়। অন্ধকারেই যার কেটেছে জীবন হঠাৎ ঝলমল করে ওঠা আলো-তে তার অস্বস্তি লাগবেই। তাই-তো বারবারই বলছি যারা এক পাক্ষিক, এক পেশী তারা বইটি পড়বেন না।
যাদের মনের দরজা-জানালা খোলা। যারা জ্ঞানের এবং জানার তৃষ্ণায় ব্যাকুল, বইটি তাদের জন্যে একটি হীরক খন্ড। প্রতিটি মানুষ কেবল চিন্তায় বড় হতে পারলেই পৃথিবী সুন্দর হয়ে ওঠবে। আপনাকে চিন্তায় বড় করে তুলতে আহমদ শরীফ স্যারের এক অনবদ্য প্রচেষ্টা এই :- “উজান স্রোতে কিছু আষাঢ়ে চিন্তা” গ্রন্থটি।