“আমরা সবেমাত্র একটি নতুন অন্ধকারের রাজ্যে প্রবেশ করেছি। অন্ধকারময় সুড়ঙ্গ পথের শেষ প্রান্তে যেখানে আলোর রাজ্যের শুরু, সেখানে পৌঁছাতে আমাদের দীর্ঘ সময় লাগবে।” লেখকের রাজনীতি নিরপেক্ষ বর্ণনা সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশের ইতিহাস নিয়ে আগ্রহী ব্যক্তিদের নিঃসন্দেহে চিন্তার রসদ জোগাবে বইটি।
“পূর্ব বাংলায় আমি যা দেখেছি, হিটলার বা নাৎসীদের অমানবিক অত্যাচারের কথা যা পড়েছি, তার চেয়েও ভয়াবহ মনে হয়েছে”।
পূর্ব বাংলায় পৌছার পর লেখক যা দেখলেন, তাতে তিনি শিউরে ওঠেন। নিরীহ বাঙালির উপর
এ কেমন অত্যাচার! তিনি তাৎক্ষনিক মত পরিবর্তন করেন। মে মাসের তৃতীয় সপ্তাহে তিনি লন্ডনে পৌঁছান এবং ‘সানডে টাইমস’ এর কাছে বাঙালিদের উপর পাক বাহিনীর বর্বরতার খবর জমা দেন।”
এটাকে বই না বলে বরং জীবন্ত তথ্যচিত্র বলি। পড়তে গিয়ে আপনার তাই-ই মনে হবে। মনে হবে সবকিছু আপনার চোখের সামনে ঘটছে।