ক্ষমতা কুক্ষিগত করার নোংরা খেলা আর ব্যক্তিস্বার্থের এক অনন্য সমন্বয় বইটি। এই ইতিহাস যেন হার মানাবে টানটান কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্যকেও। টুকটাক এই দেশের নোংরা ইতিহাসগুলো নানা মুখ-রোচক গল্প শুনেই আমরা বড় হয়েছি। কিন্তু নিজে উপস্থিত ছিলেন এমন কারো বয়ানে এই প্রথমবার ঘুরে আসুন বীভৎস,ভয়াল সেই দিনগুলো থেকে।
যেকোন ফিকশনাল মিলিটারি কন্সপিরেসি থ্রিলার উপন্যাসের চেয়েও হাজারগুণ বেশি রোমহর্ষক নাটকীয়তাপূর্ণ দমবন্ধ করা উত্তেজনার টানটান গতিশীলতার রোমাঞ্চকর নিরেট এক বাস্তব ইতিহাস।
এই দেশের ইতিহাস নিয়ে আমার কেবল একটা ভাসা ভাসা ঝাপসা ধারণাই ছিল... আর এখন যেন একেবারে হাই-ডেফিনিশন স্ক্রিনে ঝকঝকে সিনেমার মতো নিজ চোখেই প্রত্যক্ষ করলাম প্রতিটা ভয়াবহ ঘটনা, প্রতিটা সুররিয়ালিস্টিক পরিস্থিতি, প্রতিটা রাতারাতি দিনে-রাতে ঘটে যাওয়া ক্ষমতার হাতবদল-পাল্টা হাতবদল, প্রতিটা চোখের পলকের উত্থান-পতন, পতন-উত্থানের অবিশ্বাস্য অবাস্তব বাস্তবতা। এতটাই ঝরঝরে সাবলীল লেখনি ও পরিষ্কার স্বচ্ছ উপস্থাপন। নিঃসন্দেহে আপনার পড়া অন্যতম সেরা পাঠ হতে চলেছে বইটি।