এক ভাদ্র মাসের কথা। এমন গরম পড়েছে যে, পাকার কথা না-এমন সব তালও পেকে গেছে। গরমের সঙ্গে যুক্ত হয়েছে লােড শেডিং। ঘণ্টার পর ঘণ্টা কারেন্ট থাকে। সবাই বিরক্ত। শুধু মনসুর সাহেবের মুখ হাসি হাসি। প্রচণ্ড গরমেও তিনি আনন্দ পাচ্ছেন। তাকে দেখে মনে হয় ভাদ্র মাসে লােড শেডিংটার খুব প্রয়ােজন ছিল।