এই বইটি এখনো যদি আপনার পড়া না থাকে তবে মোটামুটি বলায় যায়, আপনি এতদিন যা জেনে এসেছেন, যা শুনে বিশ্বাস করে বসে আছেন তা কেবলই মুদ্রার একটি পিঠ মাত্র। মুদ্রার আরও একটা বিপরীতমুখি পিঠ রয়েছে তা আপনাকে এই বইটি হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে।বি:দ্র: বইটি একেবারেই সাধারণ পাঠক/পাঠিকার জন্যে নয়। কেননা বইটিতে যে পরিমাণ তথ্য রয়েছে সেই তথ্যের ইতিহাস যদি আপনার কাছে একদমই অপরিচিত হয় তাহলে বইটি আপনার নিকট বেশ দূর্বোধ্য লাগবে। বইটি পড়ে আমার এইটুকো বোধ বেশ শক্তভাবেই হয়েছে যে, “ইতিহাস হিসেবে আমাদের যা জানানো হয় আর যা সত্যিই ঘটেছে— তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।”বাপেরও যেমন বাপ থাকে, তেমনি স্বাধীনতার পরেও স্বাধীনতা থাকে। যারা নিজের জীবনের চাইতে স্বাধীনতাকে বড় করে দেখেন কিংবা যে ব্যক্তি স্বাধীনতার জন্য ন্যায়বিচার বিসর্জন দিয়ে থাকেন, তারাই ব্যবসায়ী-স্বাধীনতা ব্যবসায়ী। বইটিতে মানুষ, রাষ্ট্র, ভাষা, সমাজের আনুসঙ্গিক সম্পর্ককে সোজা কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন “স্যার সলিমুল্লাহ খান”। এটা সাধারণ কোনো বই নয় বরং জ্ঞানের এক সাগর বলা যেতে পারে, যার গভীরতা অসীম।