“সংখ্যা রাজ্য বইটির অর্ধশত পৃষ্ঠা জুড়ে রয়েছে শূন্যের সাতকাহন।এখানে অনেকগুলো বিষয়, যেমন— শূন্য কেন জোড় সংখ্যা, শূন্যমাত্রিক জগৎ, শূন্যকে শূন্য দিয়ে ভাগ করা, শূন্যের পাওয়ার শূন্য, শূন্যের ফ্যাক্টরিয়াল, Log-এর ভিত্তি কখনো শূন্য হয় না কেন, শূন্যের বর্গমূল বা ঘনমূল— এরকম আরও অনেক টপিক আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।এভাবে শূন্য থেকে শুরু করে অর্ধশত পর্যন্ত প্রতিটি সংখ্যা আপনার সাথে পরিচিত হতে চায় ভিন্নভাবে, একটু নতুন আঙ্গিকে; তাদের কিছু ইতিহাস, তাদের নিয়ে আমাদের চিন্তাভাবনা, আমরা তাদেরকে কীভাবে ব্যবহার করি, আরও কত কিছু…।