সমকালীন চ্যালেঞ্জ নেতা ও নেতৃত্ব
নেতৃত্ব একটি শিল্প। এই শিল্পে দক্ষ কুশলীর প্রচণ্ড অভাব। নেতৃত্বের সংকটে একটি জাতি ধ্বংসের মুখোমুখি হয়। তাই জাতি আজ চাতক পাখির ন্যায় বলিষ্ঠ নেতৃত্বের আবির্ভাবের অপেক্ষায় প্রহর গুনছে। কিন্তু প্রকৃত নেতৃত্ব তখনই গড়ে উঠে, যখন কতগুলো নির্দিষ্ট বিষয় একযোগে কাজ করে এবং তাতে সফলতা অর্জিত হয়। অপরদিকে নেতা ভুল করে বসলে সবই পণ্ড হয়। ‘সমকালীন চ্যালেঞ্জ : নেতা ও নেতৃত্ব’ গ্রন্থে লেখক নেতৃত্ববিষয়ক একটি পূর্ণাঙ্গ স্কেচ এঁকেছেন। আমরা আশাবাদী, এই স্কেচ আগামী দিনের নেতৃত্বের জন্য একটা পথরেখা নির্দেশ করবে; যে পথরেখা ধরে সফলতা ছুঁয়ে দেওয়া সম্ভব। চলুন, জীবনঘনিষ্ঠ ইস্যু নেতৃত্ব নিয়ে কিছু বোঝাপড়া করি।