মানুষ ছোটো থেকে অনেক কিছু হারাতে হারাতে বড় হতে থাকে; বড় হতে হতে যেন সবকিছু হারিয়ে ফেলে! নিজের ছোটবেলাকে হায়ে ফেলে, নতুন প্রতিটা সময় দিনশেষে হারিয়ে ফেলে, কখনো কখনো মানুষ খুব কাছের এবং আপন মানুষগুলোকে হারিয়ে একদম নিঃস্ব হয়ে যায়, জমা হয় ধুলোমলিন হয়ে যাওয়া কিছু স্মৃতি, কিছু গল্প। লাবী তেমনই সবকিছু হারাতে থাকে, একটা সময় তার হারানোর মতো আর কিছু বাকি থাকে না! সেই পুরোনো ডায়েরী লাবীব এবং হারানোর গল্প; একটু অদ্ভুত কিন্তু বাস্তবতার!